Translate

Total Pageviews

Followers

Wednesday, April 19, 2023

কৃত্রিম সূর্য দিয়ে কী করতে চায় চীন? | দৃশ্যপট | China's Artificial Sun | Somoy TV

 






























মহাকাশ থেকে ধরা পড়লো মক্কা-মদিনার দুর্লভ দৃশ্য | Mecca-Madina | Space View | Kalbela

 

ভাদুঘর : বাড়ি ও পাড়ার নাম

 এক বা একাধিক বাড়ি মিলে এক একটি পারা , তাই আমাদের বের করতে হবে আমাদের প্রিয় গ্রামের কয়টি পারা আছে। কোন পাড়ার অধীনে কোন কোন বাড়ি। এবার বাড়ির নাম ও পাড়ার নাম কমেন্টস প্লিজ।


০১. ভূঁইয়া পারা পূর্ব
০২. ক্কারী বাড়ি পূর্ব
০৩. চৌধুরী বাড়ি পূর্ব
০৪. জৈনুদ্দিন বাড়ি
০৫. মোল্লা বাড়ি উত্তর
০৬. জজ মিঞার বাড়ি
০৮. মেম্বার বাড়ি
০৯. ক্কারী বাড়ি পশ্চিম
১০. মোল্লা বাড়ি দক্ষিণ
১১. মুন্সি বাড়ি
১২. জাফর বাড়ি
১৩. ছাবর বাড়ি
১৪. আলগা বাড়ি উত্তর
১৫. দেওয়ান পারা
১৬. নিজামত বাড়ি
১৭. কাজি বাড়ি
১৮. টি এন্ড টি পাড়া
১৯. খন্দকার বাড়ি
২০. ফুলমিয়া মেম্বারের বাড়ি
২১. লতিফ মেম্বারের বাড়ি
২২. জাবক্সের বাড়ি
২৩. পটোর বাড়ি
২৪. ভোলার বাড়ি
২৫. ঢালী বাড়ি
২৬. ইতির বাড়ি
২৭. নবোর বাড়ি
২৮. হুজুর বাড়ি
২৯. শান্তিনগর পূর্ব
৩০. শান্তিনগর পশ্চিম
৩১. ফাটাপুকুর পাড়
৩২. চৌধুরী বাড়ি পশ্চিম
৩৩. ভূঁইয়া পারা পশ্চিম
৩৪. কুরুলিয়ার পাড়
৩৫. শেখ বাড়ি পূর্ব
৩৬. শেখ বাড়ি পশ্চিম
৩৭. ঠাকুর বাড়ি
৩৮. দারোগা বাড়ি
৩৯. এলহামপারা
৪০. নগর পারা
৪১. দোকানদার পারা
৪২. নোওয়া বাড়ি
৪৩. নাসিরপুর উত্তর
৪৪. মধ্য নাসিরপুর
৪৫. দক্ষিণ নাসিরপুর
৪৬. মীর বাড়ি
৪৭. দাস পারা
৪৮. খাদেম পাড়া
৪৯. কোরবান আলী বাড়ি
৫০. মাষ্টার বাড়ী উত্তর পাড়া
৫১. মানউল্লা বাড়ী
৫২. বারুর বাড়ী
৫৩. আম্বর বাড়ী
৫৪. শীল বাড়ি বা শীল পাড়া
৫৫. নোয়াপাড়া বা কুমারপাড়া
৫৬. ঋষি পাড়া,
৫৭. জেলে পাড়া,
৫৮. ভূঁইয়া বাড়ি দক্ষিণ (তাহের স্যারের বাড়ি)
৫৯. ভোলার বাড়ি
৬০. হাজারী বাড়ী
৬১. নাথ পাড়া
৬২. সূত্রধর পাড়া
৬৩. হাসিমের বাড়ি
৬৪. শেখ বাড়ি উত্তর (বাসস্ট্যান্ড)
৬৫. আলিম বাড়ি
৬৬. মতালিম হাজির বাড়ি
৬৭. জরুদ্দীবাড়ি
৬৮. সাহা পারা

Friday, March 31, 2023

ভাদুঘর এর সব পারার নাম

এক বা একাধিক বাড়ি মিলে এক একটি পারা , তাই আমাদের বের করতে হবে আমাদের প্রিয় গ্রামের কয়টি পারা আছে। কোন পাড়ার অধীনে কোন কোন বাড়ি। এবার বাড়ির নাম ও পাড়ার নাম কমেন্টস প্লিজ।

০১. ভূঁইয়া পারা পূর্ব
০২. ক্কারী বাড়ি পূর্ব
০৩. চৌধুরী বাড়ি পূর্ব
০৪. জৈনুদ্দিন বাড়ি
০৫. মোল্লা বাড়ি উত্তর
০৬. জজ মিঞার বাড়ি
০৮. মেম্বার বাড়ি
০৯. ক্কারী বাড়ি পশ্চিম
১০. মোল্লা বাড়ি দক্ষিণ
১১. মুন্সি বাড়ি
১২. জাফর বাড়ি
১৩. ছাবর বাড়ি
১৪. আলগা বাড়ি উত্তর
১৫. দেওয়ান পারা
১৬. নিজামত বাড়ি
১৭. কাজি বাড়ি
১৮. টি এন্ড টি পাড়া
১৯. খন্দকার বাড়ি
২০. ফুলমিয়া মেম্বারের বাড়ি
২১. লতিফ মেম্বারের বাড়ি
২২. জাবক্সের বাড়ি
২৩. পটোর বাড়ি
২৪. ভোলার বাড়ি
২৫. ঢালী বাড়ি
২৬. ইতির বাড়ি
২৭. নবোর বাড়ি
২৮. হুজুর বাড়ি
২৯. শান্তিনগর পূর্ব
৩০. শান্তিনগর পশ্চিম
৩১. ফাটাপুকুর পাড়
৩২. চৌধুরী বাড়ি পশ্চিম
৩৩. ভূঁইয়া পারা পশ্চিম
৩৪. কুরুলিয়ার পাড়
৩৫. শেখ বাড়ি পূর্ব
৩৬. শেখ বাড়ি পশ্চিম
৩৭. ঠাকুর বাড়ি
৩৮. দারোগা বাড়ি
৩৯. এলহামপারা
৪০. নগর পারা
৪১. দোকানদার পারা
৪২. নোওয়া বাড়ি
৪৩. নাসিরপুর উত্তর
৪৪. মধ্য নাসিরপুর
৪৫. দক্ষিণ নাসিরপুর
৪৬. মীর বাড়ি
৪৭. দাস পারা
৪৮. খাদেম পাড়া
৪৯. কোরবান আলী বাড়ি
৫০. মাষ্টার বাড়ী উত্তর পাড়া
৫১. মানউল্লা বাড়ী
৫২. বারুর বাড়ী
৫৩. আম্বর বাড়ী
৫৪. শীল বাড়ি বা শীল পাড়া
৫৫. নোয়াপাড়া বা কুমারপাড়া
৫৬. ঋষি পাড়া,
৫৭. জেলে পাড়া,
৫৮. ভূঁইয়া বাড়ি দক্ষিণ (তাহের স্যারের বাড়ি)
৫৯. ভোলার বাড়ি
৬০. হাজারী বাড়ী
৬১. নাথ পাড়া
৬২. সূত্রধর পাড়া
৬৩. হাসিমের বাড়ি
৬৪. শেখ বাড়ি উত্তর (বাসস্ট্যান্ড)
৬৫. আলিম বাড়ি
৬৬. মতালিম হাজির বাড়ি
৬৭. জরুদ্দীবাড়ি
৬৮. সাহা পারা

Sunday, July 31, 2022

সকল পারা ও গোষ্ঠী থেকে স্বেচ্ছাসেবকদের এক ও একাধিক নাম ও মোবাইল নাম্বার প্রয়োজন

০১. ভূঁইয়া পারা পূর্ব 
০২. ক্কারী বাড়ি পূর্ব 
০৩. চৌধুরী বাড়ি পূর্ব 
০৪. জৈনুদ্দিন বাড়ি 
০৫. মোল্লা বাড়ি উত্তর 
০৬. জজ মিঞার বাড়ি 
০৮. মেম্বার বাড়ি 
০৯. ক্কারী বাড়ি পশ্চিম 
১০. মোল্লা বাড়ি দক্ষিণ 
১১. মুন্সি বাড়ি 
১২. জাফর বাড়ি 
১৩. ছাবর বাড়ি 
১৪. আলগা বাড়ি উত্তর 
১৫. দেওয়ান পারা
১৬. নিজামত বাড়ি
১৭. কাজি বাড়ি
১৮. টি এন্ড টি পাড়া
১৯. খন্দকার বাড়ি
২০. ফুলমিয়া মেম্বারের বাড়ি
২১. লতিফ মেম্বারের বাড়ি
২২. জাবক্সের বাড়ি
২৩. পটোর বাড়ি
২৪. ভোলার বাড়ি
২৫. ঢালী বাড়ি
২৬. ইতির বাড়ি
২৭. নবোর বাড়ি  
২৮. হুজুর বাড়ি 
২৯. শান্তিনগর পূর্ব 
৩০. শান্তিনগর পশ্চিম 
৩১. ফাটাপুকুর পাড়
৩২. চৌধুরী বাড়ি পশ্চিম 
৩৩. ভূঁইয়া পারা পশ্চিম
৩৪. কুরুলিয়ার পাড়
৩৫. শেখ বাড়ি পূর্ব 
৩৬. শেখ বাড়ি পশ্চিম 
৩৭. ঠাকুর বাড়ি 
৩৮. দারোগা বাড়ি
৩৯. এলহামপারা
৪০. নগর পারা
৪১. দোকানদার পারা
৪২. নোওয়া বাড়ি 
৪৩. নাসিরপুর উত্তর 
৪৪. মধ্য নাসিরপুর
৪৫. দক্ষিণ নাসিরপুর
৪৬. মীর বাড়ি
৪৭. দাস পারা

সকল পারা ও গোষ্ঠী  থেকে স্বেচ্ছাসেবকদের এক ও একাধিক নাম ও মোবাইল নাম্বার প্রয়োজন। যাদেরকে এ সমাজ ও গ্রাম প্রয়োজনে বৃহত্তর স্বার্থে একক প্লাটফর্মে সব সময় পাশে পায়। 

Friday, July 22, 2022

ডলার ও বাংলাদেশ
























 

প্যানজিয়া: একমাত্র সুপার মহাদেশটি কেমন ছিল? | #BangladeshTrending


 

রকেট নয় মহাকাশ অভিযানের নতুন উপায় | BBC CLICK Bangla

Monday, July 18, 2022

*বাওনবাইরার ফুলা আমি*

আরিফ শামছ্
০৭/১০/২০১৮ ঈসায়ী সাল।

এসেসকার, লেলগারীডা,
থামব গিয়া টিহই,
ফতে ফতে লাইজ্জার কিছু,
দেইক্কা দেইক্কা চলই।

কিমুন জানি বাইন্দা রাহে,
লেলগারীডার বাঁশি,
আওয়াজ ফাইলে ফুরা গেরাম,
জাইগ্গা ওডে দিহি।

ডাহা তিক্কা ছিটাং যায়,
কত লংগের গারী,
সিলেট, ফেনি, মমিসিং,
ডিগিল ডিগিল সারি ।

ফুলা ফুরি  দৌর মারে,
গারীর আওয়াজে,
হেতের লাইলের দুব্বা ওডে,
ফাডা বুক বাজে।

বোরবেলা গুম বাঙ্গে,
ফজর আযান শোনে।
সক্কালবেলা হগল বাইচ্চা,
মক্তবে ফরার টানে।

কোনডা ক্বোরান ফরে,
কোনডা সিফারা,
কায়দা ফরে বিশিবাগ,
মিডা সুরে হতবাগ।

দুফুর টাইমে বড় ফুকুরে,
আজব মেলা দেহি,
গোছল নিয়া দাফাদাফি,
করছে ছেরা ছেরি।

দল বাইন্দা ম'জিদ মাঝে,
যোহর ফরতে,
বাত হাই কেউ আগে,
কেউ নামাজ ফরে।

গুম গুম বাব তাহে,
ফুরা ফারা মিলে,
কেউ কেউ ডুব দেয়,
গুমের হালে বিলে।

ফুরফুরে মন মেজাজে,
গুরাগুরি করে,
হেলার মাডে বির করে,
আসর নামাজ ফরে।

তাম্বুডা লাল অয়লে,
বারীর ফত দরে,
হেলাদোলার মাজহানে,
বাঙ্গা মনে ফিরে।

[নিজ দায়িত্বে বুঝে নিবেন।না বুঝতে পারলে আমার মতো "বাওনবাইরার কোন ফুলা"র কাছে বুঝে নেয়ার সবিনয় অনুরোধ রইলো।]

ফখরে বাঙ্গাল নিবাস,
বাড়ী # ১২৩৪, ভূঁইয়া পারা, 
ভাদুঘর, সদর, বি. বাড়িয়া।

দাওয়াত

আরিফ শামছ্

ছায়া ঘেরা মায়ায় ভরা নজরকারা গ্রামে;
কেউ কি যাবে;শান্তি পেতে দেহ-মন জোরে?
পুবের বিলে শাপলা, শালুক,ছবির মত নদী;
চলছে বয়ে নিরবধি প্রানের তিতাস নদী।

বুকের উপর ট্রেন চলে ভাই সকাল সন্ধ্যা রাতে;
ঢাকা থেকে সিলেট কিংবা ফেনী চট্রগ্রামে;
নীরবতার মান ভাঙ্গিয়া বাজায় খুশির সুর;
মায়ের মতো গ্রামটি যেন আবেগে-আপ্লুত।

কুরুলিয়ার খালটি পাবে গ্রামের উত্তরে;
মিষ্টি আলুর নৌকা কভু বাঁধা সারে সারে।
পীচঢালা সে রাজপথ; মাথার উপর দিয়ে,
দিবা-নিশি চলছে বাহন,যাত্রী বহন করে ।

ঘুমিয়ে আছে পীর-আওলিয়া পরম সোহাগে,
দ্বীনের দাঈ ব্যস্ত সদা সবার সেবার তরে।
পুণ্যকাজে ত্রস্ত পদে কেউ চলে ভাই মসজিদে; 
মাদ্রাসাতে কোরান-কিতাব পড়ছে দলে-দলে।

বাহাদুরের ঘর বলে কেউ; কেউবা ভাদুঘর, 
পুবের কালে গ্রামের মাঝে ছিল দুটি গর;
গর থেকে হোক; আর ঘর থেকে হউক নামটি ভাদুঘর; 
রয়লো দাওয়াত সবার তরে; সারা জনম ভর ।

২৭.০৯.২০১৫
রাত ০৮ টা ৩০
আরিফ ইবনে শামছ
আশা টাওয়ার,
শ্যামলী, ঢাকা।

Thursday, July 14, 2022

ভাদুঘর আইডিয়াল কলেজ প্রতিষ্ঠার কার্যক্রম


ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভার মঞ্চ থেকে প্রিয় গ্রামবাসীর তরে আকুল আহ্বানঃ

ভাদুঘর আইডিয়াল কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভার মঞ্চ থেকে প্রিয় গ্রামবাসীর তরে আকুল আহ্বানঃ

আমরা সবাই,  চায় কী ভাই,
কলেজ চাই, কলেজ চাই। 
গোষ্ঠী দলের প্রভাব নাই,
গ্রামের সবাই, কলেজ চাই। 

হে আলোকিত যুবক!
বাহুতে তোমার অপরিসীম শক্তি, দৃপ্ত মনে অপরাজেয় লৌহ কঠিন মনোবল, মেধা মননে সুচারু পরিকল্পনা|বাঁধভাঙ্গা জয়োল্লাস, অসাধারণ অর্জন ও সার্বজনীন স্বীকৃতি, তোমার তরে অধীর  প্রতিক্ষায় আছে। এসো সামাজিক শ্রেণী বিন্যাস, ভেদাভেদ ভুলে সবার মাঝে, দু'হাত ভরে, আলোর রেণু বিলিয়ে দেয় । অজ্ঞতার তিমির অন্ধকার দূরীভূত করি। অতিরিক্ত তিক্ত, সুমধুর নাতিদীর্ঘ  অভিজ্ঞতার বাস্তব গল্পের ঝুলি মেলে ধরি। যাতে করে, নবীন প্রজন্ম তাদের মূল্যবাণ জীবন পাথেয় কুড়িয়ে জীবনকে সুশোভিত করতে সফল হয়।

হে শিক্ষানুরাগী!
ব্যক্তি, সমাজ, দেশ, জাতির প্রচলিত ধ্যান ধারণা সামাজিক প্রথা, রীতিনীতি ও কার্য কাঠামো সংস্কার করে, পরিশীলিত মন-মননের অধিকারী ব্যাক্তি, জুলুম, শোষণ, নির্যাতন মুক্ত, টেকসই শান্তিপূর্ণ, সচেতন ও সুশিক্ষিত সমাজ, দৃঢ় মজবুত সামাজিক কাঠামোসহ, দূরদর্শী নেতৃত্ব তৈরিতে শিক্ষার কোন বিকল্প নেই। আমরা সবাই জানি ও মনেপ্রাণে লালন করি, যে জাতি যতো শিক্ষিত, সে জাতি তত উন্নত। আসুন আমরা সবাই মিলে পরিবার ও সমাজের সকল সদস্যদের অন্যতম  মৌলিক অধিকার শিক্ষা সম্পর্কে সচেতন করি এবং পাশাপাশি তাদের সকলের সকল ধরনের ন্যায্য অধিকার ভোগে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নিশ্চয়তা বিধান করি। 

প্রিয় ভাদুঘর গ্রামবাসী! 
শিক্ষা-দীক্ষা, সমৃদ্ধ ও উন্নত সংস্কৃতি চর্চার মাধ্যমে সামগ্রিক কল্যাণকর জীবন ব্যবস্থা সুনিশ্চিত করতে ইতিমধ্যে আমাদের এই বৃহত্তর গ্রামে বহু সরকারি-বেসরকারী প্রাথমিক, মাধ্যমিক বালক-বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। অনেক ত্যাগ-তিতিক্ষা, দিবানিশি নির্ঘুম অমানুষিক পরিশ্রমের বদৌলতে। আজ, সকল প্রকার দল মতের উর্ধ্বে ওঠে, পুরো গ্রামবাসীর অপরিহার্য দাবী, লক্ষ্য ও উদ্দেশ্য হলো, "ভাদুঘর আইডিয়াল কলেজ" কে পূর্ণাঙ্গ রুপ দেয়া। সবার কাছে সশ্রদ্ধ নিবেদন রাখবো, আমরা আমাদের সবার, স্ব স্ব অবস্থান থেকে যে যেভাবে পারি, শারিরীক, মানসিক, বুদ্ধিবৃত্তিক, আর্থিক সাহায্য ও সহযোগিতা করে কলেজ প্রতিষ্ঠায় সর্বোচ্চ ও সেরা অবদান ও অনুদান রাখবো, ইনশাআল্লাহ। পাশাপাশি সবাইকে অনুপ্রাণিত ও উৎসাহিত করবো, ভবিষ্যৎ প্রজন্মের জন্য উচ্চশিক্ষা গ্রহণের পথ বিনির্মানে সর্বদা সক্রিয় ও অগ্রগামী হতে।

হে সংগ্রামী বন্ধু! 
পথ যতো সংকীর্ণ, আর কণ্টকাকীর্ণ এবং ভয়াবহ ঘুটঘুটে আঁধারে ভরা বন্ধুর পথ হউকনা কেনো সোনালী রাঙা প্রভাত, আলোর ভোর আমাদের অপেক্ষায়। কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে দিন রাত বিরামহীন পরিশ্রম ও গণ সংযোগসহ প্রয়োজনীয় সকল কর্মযজ্ঞ অব্যাহত রাখার বিষয়ে, পারায় পারায় গড়ে উঠা সকল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সচেতন সদস্যদের ও বিজ্ঞ প্রিয় নেতাদের জানাচ্ছি আন্তরিক অভিবাদন ও শুভেচ্ছা। নানা সময়ে, নানাভাবে শত প্রতিকুলতা অতিক্রম করে, আপনাদের এই মহান মিশন তার ভিশন কার্যকরে দুর্বার গতিতে সফলভাবে সম্মুখে এগিয়ে যাবে। 

কখনো উৎসাহ, স্বপ্নের নীলিমা,
দিক দিগন্তে জয়ের উন্মাদনা।
হতাশা সব ছোঁড়ে,  ফেলে দিয়ে,
স্বপ্ন তরীতে, হাল ধরে যায় বন্দরে।
জলে ভরা নদী, ছল ছল ছলাৎ ছলাৎ,
ডাকে পাখি, কোথাও প্রাণীর উৎপাত।
পাল তুলো হে নাবিক! খুলিবে স্বর্গ দ্বার,
লক্ষ্য বন্দর যত দূরে হোক, নোঙ্গর করিবার।
মাস্তুল যাক ভেঙ্গে যাক, পাল ছিঁড়ে যাক ঝড়ে,
শক্ত হাতে হাল ধরো আর সম্মুখে চলো জোড়ে।
ঝড়ের সাথে পাল্লা দিয়ে, হার-জিতে জিত তোমারই হবে,
ঘন কালো সে দীর্ঘ নিশির ভয়াল রুপের তুঁড়ি মেরে।
হারিয়ে যাওয়া চাঁদ গগনে, নিকচ কালো আঁধার রাতে,
সব তমসার নিরাশ বাণী, হতাশ হবে তোমার জয়ে।
শত ঝঞ্ঝার পাঞ্জা খেলে মৃত্যুু দোয়ারে কড়া নেড়ে,
তোমার তরী ভীড়বে তীরে, লক্ষ আশার নীড়ে।
(ছন্দ নাবিক কবিতাংশ)

পরিশেষে, 
পরম শ্রদ্ধেয় শিক্ষক সমাজকে অন্তরের অন্তঃস্থল থেকে অপরিসীম শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের সুযোগ্য উত্তরসূরীদের জন্য রয়লো সংগ্রামী শুভেচ্ছা। পরোপকারী, হিতাকাঙ্ক্ষী যুব শ্রেণীর জন্য শুভ কামনা জানিয়ে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফেজ। 

আপনাদের 
আরিফুল ইসলাম ভূঁইয়া 
সদস্য, কলেজ বাস্তবায়ন কমিটি।
সিনিয়র এক্সিকিউটিভ -সিডিআইএম, সি.এস, সেলস।
নগদ লিমিটেড।

ভাদুঘর গ্রামের প্রিয় অধিবাসীদের তরে দুটি কথাঃ

বিসমিল্লাহির রাহমানির রাহিম। 
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।
আজকের এই ঐতিহাসিক অনুষ্ঠানে, মেঘনার কন্যা, তিতাসবিধৌত স্বনামধন্য ভাদুঘর গ্রামের প্রিয় অধিবাসীদের তরে দুটি কথাঃ

প্রিয় ভাদুঘরবাসী,
অশেষ শ্রদ্ধা নিবেদন সহকারে বলছি, প্রজন্ম থেকে প্রজন্ম, হাজারো বছরের লালিত স্বপ্ন, সহজ সরল দৃপ্ত স্বপ্নজয়ী, আপামর ভাদুঘরবাসীর প্রাণের দাবী "ভাদুঘর আইডিয়াল কলেজ" আজ বাস্তবতার দোরগোড়ায়। আর স্বল্প সময়ের মধ্যে উদ্বোধন হতে যাচ্ছে, আপনাদের বহুল কাংখিত মহাবিদ্যালয় ইনশাআল্লাহ। আজ ও আগামী প্রজন্মের স্বপ্ন সারথি, জীবন অলংকরণের অন্যতম অলংকার উচ্চশিক্ষার সোনালী সোপান আমাদের এই কলেজ।
কবির ভাষায়ঃ 
এসো আজি সবে উল্লাস করি,
নব জীবনের কেতন সবি, উচ্চে ধরি।
হর্ষে প্রাণের ঐকতানে সবাই ছুটি,
আজ সূর্য হাসে, আঁধার টুঁটি। 

আজ প্রাণেরা সব উঠলো জেগে, 
ছুটছে সবে আলোর পথে গতিবেগে। 
আলোর মিছিল চলছে দেখো সকাল সাঁঝে,
প্রাণের জোয়ার ভাসছে সবার হৃদয় মাঝে। 

প্রিয় গ্রামবাসী! 
পূর্ব পুরুষদের হাঁড়ভাঙ্গা হাঁটুনি, অক্লান্ত পরিশ্রম ও পরম সৌহার্দ্য ও ভ্রার্তৃত্বের দৃঢ় মজবুত সম্পর্কের ভিত্তিতে, জীবন যাপনের পরম লক্ষ্য ছিলো, শান্তিতে  সকলের বসবাস আর এলাকাবাসীর সার্বিক উন্নয়নে সকলের সর্বাত্মক অংশীদারীত্ব নিশ্চিত করা।চলুন, আজ থেকে দলাদলি, হানাহানি, মারামারি আর দূরত্ব সৃষ্টি নয়, কাঁধে কাঁধ মিলিয়ে শান্তি, কল্যাণ ও সার্বিকভাবে টেকসই উন্নয়নের পথে, দৃঢ় পদে, একসাথে, সামনের দিকে এগিয়ে চলি আমরা সবাই। 
কবির ভাষায়ঃ
স্বপ্নের কথা বলছি,
আলোর স্বপ্ন,
সুখের রাজ্য,
আশার আলো,
অনেক ভালো, 
স্বর্গীয় সে স্বপ্ন।

কলেজ হবে,
ভাইরে কবে,
ভাই বোনেরা,
ছুটবে কবে।

পড়ার আশে,
স্বপ্ন পাশে,
দীঘল সময়,
পাড়ি দিবে,
সফল হবে।

গরীব দুঃখি,
সুখী  অসুখী, 
সবার কাছে, 
আপন মনে,
রাখবে পাশে,
নিজের ভালো।

প্রিয় শিক্ষানুরাগী গ্রামবাসী! 
শিক্ষার প্রতি আপনাদের বিশেষ অনুরাগ, আজ ও ভবিষ্যৎ প্রজন্মের উন্নত জীবনের প্রত্যাশা এবং সামাজিক দায়বদ্ধতার তাগিদে আপনাদের সূর্য সন্তানদের অন্যতম সংগঠন " ভাদুঘর প্রবাসী কল্যান সংস্থা" আপনাদের প্রাণের দাবী "ভাদুঘর আইডিয়াল কলেজ" প্রতিষ্ঠার জন্য বিগত বছর সময়কাল ধরে প্রাণপণ প্রচেষ্টা, যোগাযোগ ও সার্বিক সহযোগিতা অব্যাহত রেখেছে। মা, বাবা, পরিবার, পরিজন ফেলে যারা দূর প্রবাসে অতিব্যস্ততার মাঝে দিনাতিপাত করেন, তাঁরা নিজের গ্রামবাসী, তাঁদের প্রয়োজন ও উন্নয়নের কথা মোটেও ভুলেনি। আপনাদেরই গর্বিত সন্তান হিসেবে চিরগৌরবের অবদান রাখতে বদ্ধপরিকর। 

প্রিয় এলাকাবাসী! 
কলেজ হবে, কলেজ হচ্ছে, চলো আজকের অনুষ্ঠানে সবাই যায়, এসব মনোহর গুঞ্জনে মুখরিত আজ পুরো ভাদুঘর।প্রাণের ভাদুঘর আমার, আপনার, সবার। শান্তি, সৌহার্দ্য, প্রীতি, সম্প্রীতির সাথে বসবাসের ঐতিহ্য সুদীর্ঘকালের তথা যুগ, শতবর্ষব্যাপী। কোন একটি মতভেদকে কেন্দ্র করে হানাহানি, মারামারি, দ্বন্দ্ব-সংঘাত, হামলা-মামলা, আহত-নিহত হওয়ার মতো যেকোন অপ্রীতিকর ঘটনা সকল প্রকার প্রচার মাধ্যমের সংবাদ শিরোনাম হয়ে যেনো অসাম্প্রদায়িক ও শান্তির পরিবেশ বিনষ্ট না করে, সেদিকে আমাদের সবার সজাগ ও সচেতন থাকতে হবে। 

প্রিয় বিজ্ঞসম্প্রদায়!
স্বেচ্ছাচারিতায় বা অন্যের প্ররোচনায় প্ররোচিত হয়ে নয়, সচেতন, দূরদর্শী, সমাজহিতৈষী বিজ্ঞ সদস্য হিসেবে আপনার মূল্যবান মতামত,পরামর্শ ও দিকনির্দেশনা দিয়ে সৎ, তরুণ,   উদ্যমী, পরোপকারী, নিঃস্বার্থ, জনদরদী, আপামর জনসাধারণ তথা ধর্ম, বর্ণ, গোষ্ঠী, সম্প্রদায় সহ সকল ভেদাভেদের উর্ধ্বে উঠে যে যুবসম্প্রদায় সব সময় পাশে থেকে সকলের সেবা করে যাবেন তাঁদেরকে সামনে এগিয়ে চলার পথে সর্বাত্মক সহযোগিতা করুন।

প্রিয় শুভাকাঙ্ক্ষী, 
আমরা সবাই সর্বান্তকরণে সবার শান্তি ও নিরাপত্তা চায়। এখন সময় সমাজের সার্বিক কল্যাণে সমাজ ও উন্নয়নকর্মী যুব সমাজকে দিকনির্দেশনা ও সহযোগিতা করা। যারা আপামর জনসাধারণের শান্তি-সমৃদ্ধি, উন্নয়নের জন্য প্রাণপণ ভূমিকা রাখবে। আমাদের পরিবেশ সুশৃঙ্খল, শান্ত ও নিরাপদ রাখার জন্য সব সময় সবাই সচেতন ও নিয়ন্ত্রিত থাকবো। অন্যকোন পক্ষ যেনো ঝগড়াঝাটি, বিশৃঙ্খলায় পরিবেশ ঘোলাটে করে ফায়দা লুটে নেবার সুযোগ না পায়।

প্রিয় শান্তিকামী! 
প্রথমেই ধন্যবাদ জানায়, এক ঝাঁক তরুণদের হৃদস্পন্দন "ক্ষুদ্র প্রয়াস" সংগঠনকে। "ঐক্যের ভাদুঘরে কলেজ চায়" এ যুগোপযোগী ও বিপ্লবী ব্যানারে, শ্লোগানে, শ্লোগানে দলমত নির্বিশেষে আমরা সবাই শান্তি ও ঐক্যের পক্ষে সমবেত হয়। তাহলেই ঐতিহ্যবাহী ভাদুঘরের সার্বিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা সম্ভব হবে। চলুন সবাই সমস্বরে আওয়াজ তুলি,
"সংঘাত নয় ঐক্য চায়, 
আমরা সবাই ভাই ভাই। "

প্রিয় আদর্শগ্রামের অধিবাসী, 
আমার পরম শ্রদ্ধেয় আব্বাজান আলহাজ্ব, কবি, ক্বারী শামছুল ইসলাম ভূঁইয়া (রাহঃ) বলতেন, "আমি আদর্শের পাগল। আদর্শ মানব জীবনের শান্তি, কল্যাণ,সফলতা ও পূর্ণতার নিয়ামক "। আর উনি সারা জীবন আদর্শ ছাত্র, আদর্শ সন্তান, আদর্শ পরিবার ও আদর্শ গ্রামের জন্য সংগ্রাম করে গেছেন। আজ ঐতিহাসিক চিরস্মরণীয় সময়ের এই বেলাভূমিতে দাঁড়িয়ে বলতে চাই, ভাদুঘর আইডিয়াল কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের প্রাণপ্রিয় ভাদুঘর গ্রাম, আদর্শ গ্রাম হিসেবে এগিয়ে থাকলো। সীমাহীন শ্রদ্ধা, ভালোবাসা ও স্নেহাদর রইলো শ্রেণীবিশেষ অরুণ, তরুণ স্বপ্নবাজ, স্বপ্নবিজয়ী, সংগঠক ও ভূঁইয়া পাড়া যুব সংগঠন, মুন্সী স্মৃতি বয়েজ ক্লাব, জয় তারুণ্য, আলোর সন্ধানে সহ ভাদুঘরের আরো অনেক সামাজিক সংগঠন রয়েছে যারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে আজকের এই মহতি অনুষ্ঠানের আয়োজন ও সফলতার জন্য একপায়ে দাঁড়িয়ে রয়েছেন। 
পরিশেষে, দলমত নির্বিশেষে, আপনাদের সকলের সার্বিক সহযোগিতা, সর্বাত্মক অংশীদার কামনাসহ ভাদুঘর আইডিয়াল কলেজ প্রতিষ্ঠা ও পরবর্তী সকল কার্যক্রমে সক্রিয় অংশগ্রহনের সবিশেষ নিমন্ত্রণ রয়লো। আপনারা সবাই শান্তি, নিরাপত্তার ও উন্নয়নের জন্য যার যার অবস্থান থেকে সুদৃঢ় ভূমিকা পালন করুন। আগামী প্রজন্মের জন্য সুন্দর বসবাসযোগ্য পৃথিবী গড়ার প্রত্যাশা ব্যাক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।

ভাদুঘর আইডিয়াল কলেজ বাস্তবায়ন কমিটির 
পক্ষে, আরিফুল ইসলাম ভূঁইয়া 
এক্সিকিউটিভ, সিডিআইএম।
নগদ লিমিটেড, বাংলাদেশ। 
সদস্য, কলেজ বাস্তবায়ন কমিটি।

ছবি কথা বলে

তিতাস নদী || ব্রাহ্মণবাড়িয়া || TITAS RIVER || BRAHMANBARIA ||| বর্ষাকালে তিতাস নদী ।

তিতাস নদী || ব্রাহ্মণবাড়িয়া || TITAS RIVER || BRAHMANBARIA ||| বর্ষাকালে তিতাস নদী ।
তিতাস নদী || ব্রাহ্মণবাড়িয়া || TITAS RIVER || BRAHMANBARIA ||| বর্ষাকালে তিতাস নদী ।

মেঘনার কন্যা, তিতাসবিধৌত স্বনামধন্য ভাদুঘর গ্রাম

হে শিক্ষানুরাগী! ব্যক্তি, সমাজ, দেশ, জাতির প্রচলিত ধ্যান ধারণা সামাজিক প্রথা, রীতিনীতি ও কার্য কাঠামো সংস্কার করে, পরিশীলিত মন-মননের অধিকারী ব্যাক্তি, জুলুম, শোষণ, নির্যাতন মুক্ত, টেকসই শান্তিপূর্ণ, সচেতন ও সুশিক্ষিত সমাজ, দৃঢ় মজবুত সামাজিক কাঠামোসহ, দূরদর্শী নেতৃত্ব তৈরিতে শিক্ষার কোন বিকল্প নেই।আমরা সবাই জানি ও মনেপ্রাণে লালন করি, যে জাতি যতো শিক্ষিত, সে জাতি তত উন্নত।আসুন আমরা সবাই মিলে পরিবার ও সমাজের সকল সদস্যদের অন্যতম মৌলিক অধিকার শিক্ষা সম্পর্কে সচেতন করি। সম্পাদনায় : আরিফুল ইসলাম ভূঁইয়া

তিতাস একটি নদীর নাম হে -Bird Eye view (Theme song -Amrai Brahmanbaria)

তিতাস একটি নদীর নাম হে -Bird Eye view (Theme song -Amrai Brahmanbaria)
তিতাস একটি নদীর নাম হে -Bird Eye view (Theme song -Amrai Brahmanbaria)

তিতাস পাড়ের পোলা- বাউনবাইরার কতার থিম সং-

তিতাস পাড়ের পোলা- বাউনবাইরার কতার থিম সং-
তিতাস পাড়ের পোলা- বাউনবাইরার কতার থিম সং-

Popular Posts

ভাদুঘর আই‌ডিয়াল ক‌লেজ বাস্তবায়‌নের ল‌ক্ষ্যে কার্যালয় উ‌দ্বোধন ও আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত

ভাদুঘর আই‌ডিয়াল ক‌লেজ বাস্তবায়‌নের ল‌ক্ষ্যে কার্যালয় উ‌দ্বোধন ও আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত
Brahmanbaria TV NEWS

ভাদুঘর আইডিয়াল কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভার মঞ্চ থেকে প্রিয় গ্রামবাসীর তরে আক

ভাদুঘর আইডিয়াল কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভার মঞ্চ থেকে প্রিয় গ্রামবাসীর তরে আকুল আহ্বানঃ আমরা সবাই, চায় কী ভাই, কলেজ চাই, কলেজ চাই। গোষ্ঠী দলের প্রভাব নাই, গ্রামের সবাই, কলেজ চাই। হে আলোকিত যুবক! বাহুতে তোমার অপরিসীম শক্তি, দৃপ্ত মনে অপরাজেয় লৌহ কঠিন মনোবল, মেধা মননে সুচারু পরিকল্পনা|বাঁধভাঙ্গা জয়োল্লাস, অসাধারণ অর্জন ও সার্বজনীন স্বীকৃতি, তোমার তরে অধীর প্রতিক্ষায় আছে। এসো সামাজিক শ্রেণী বিন্যাস, ভেদাভেদ ভুলে সবার মাঝে, দু'হাত ভরে, আলোর রেণু বিলিয়ে দেয় । অজ্ঞতার তিমির অন্ধকার দূরীভূত করি। অতিরিক্ত তিক্ত, সুমধুর নাতিদীর্ঘ অভিজ্ঞতার বাস্তব গল্পের ঝুলি মেলে ধরি। যাতে করে, নবীন প্রজন্ম তাদের মূল্যবাণ জীবন পাথেয় কুড়িয়ে জীবনকে সুশোভিত করতে সফল হয়। হে শিক্ষানুরাগী! ব্যক্তি, সমাজ, দেশ, জাতির প্রচলিত ধ্যান ধারণা সামাজিক প্রথা, রীতিনীতি ও কার্য কাঠামো সংস্কার করে, পরিশীলিত মন-মননের অধিকারী ব্যাক্তি, জুলুম, শোষণ, নির্যাতন মুক্ত, টেকসই শান্তিপূর্ণ, সচেতন ও সুশিক্ষিত সমাজ, দৃঢ় মজবুত সামাজিক কাঠামোসহ, দূরদর্শী নেতৃত্ব তৈরিতে শিক্ষার কোন বিকল্প নেই। আমরা সবাই জানি ও মনেপ্রাণে লালন করি, যে জাতি যতো শিক্ষিত, সে জাতি তত উন্নত। আসুন আমরা সবাই মিলে পরিবার ও সমাজের সকল সদস্যদের অন্যতম মৌলিক অধিকার শিক্ষা সম্পর্কে সচেতন করি এবং পাশাপাশি তাদের সকলের সকল ধরনের ন্যায্য অধিকার ভোগে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নিশ্চয়তা বিধান করি। প্রিয় ভাদুঘর গ্রামবাসী! শিক্ষা-দীক্ষা, সমৃদ্ধ ও উন্নত সংস্কৃতি চর্চার মাধ্যমে সামগ্রিক কল্যাণকর জীবন ব্যবস্থা সুনিশ্চিত করতে ইতিমধ্যে আমাদের এই বৃহত্তর গ্রামে বহু সরকারি-বেসরকারী প্রাথমিক, মাধ্যমিক বালক-বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। অনেক ত্যাগ-তিতিক্ষা, দিবানিশি নির্ঘুম অমানুষিক পরিশ্রমের বদৌলতে। আজ, সকল প্রকার দল মতের উর্ধ্বে ওঠে, পুরো গ্রামবাসীর অপরিহার্য দাবী, লক্ষ্য ও উদ্দেশ্য হলো, "ভাদুঘর আইডিয়াল কলেজ" কে পূর্ণাঙ্গ রুপ দেয়া। সবার কাছে সশ্রদ্ধ নিবেদন রাখবো, আমরা আমাদের সবার, স্ব স্ব অবস্থান থেকে যে যেভাবে পারি, শারিরীক, মানসিক, বুদ্ধিবৃত্তিক, আর্থিক সাহায্য ও সহযোগিতা করে কলেজ প্রতিষ্ঠায় সর্বোচ্চ ও সেরা অবদান ও অনুদান রাখবো, ইনশাআল্লাহ। পাশাপাশি সবাইকে অনুপ্রাণিত ও উৎসাহিত করবো, ভবিষ্যৎ প্রজন্মের জন্য উচ্চশিক্ষা গ্রহণের পথ বিনির্মানে সর্বদা সক্রিয় ও অগ্রগামী হতে। হে সংগ্রামী বন্ধু! পথ যতো সংকীর্ণ, আর কণ্টকাকীর্ণ এবং ভয়াবহ ঘুটঘুটে আঁধারে ভরা বন্ধুর পথ হউকনা কেনো সোনালী রাঙা প্রভাত, আলোর ভোর আমাদের অপেক্ষায়। কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে দিন রাত বিরামহীন পরিশ্রম ও গণ সংযোগসহ প্রয়োজনীয় সকল কর্মযজ্ঞ অব্যাহত রাখার বিষয়ে, পারায় পারায় গড়ে উঠা সকল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সচেতন সদস্যদের ও বিজ্ঞ প্রিয় নেতাদের জানাচ্ছি আন্তরিক অভিবাদন ও শুভেচ্ছা। নানা সময়ে, নানাভাবে শত প্রতিকুলতা অতিক্রম করে, আপনাদের এই মহান মিশন তার ভিশন কার্যকরে দুর্বার গতিতে সফলভাবে সম্মুখে এগিয়ে যাবে। কখনো উৎসাহ, স্বপ্নের নীলিমা, দিক দিগন্তে জয়ের উন্মাদনা। হতাশা সব ছোঁড়ে, ফেলে দিয়ে, স্বপ্ন তরীতে, হাল ধরে যায় বন্দরে। জলে ভরা নদী, ছল ছল ছলাৎ ছলাৎ, ডাকে পাখি, কোথাও প্রাণীর উৎপাত। পাল তুলো হে নাবিক! খুলিবে স্বর্গ দ্বার, লক্ষ্য বন্দর যত দূরে হোক, নোঙ্গর করিবার। মাস্তুল যাক ভেঙ্গে যাক, পাল ছিঁড়ে যাক ঝড়ে, শক্ত হাতে হাল ধরো আর সম্মুখে চলো জোড়ে। ঝড়ের সাথে পাল্লা দিয়ে, হার-জিতে জিত তোমারই হবে, ঘন কালো সে দীর্ঘ নিশির ভয়াল রুপের তুঁড়ি মেরে। হারিয়ে যাওয়া চাঁদ গগনে, নিকচ কালো আঁধার রাতে, সব তমসার নিরাশ বাণী, হতাশ হবে তোমার জয়ে। শত ঝঞ্ঝার পাঞ্জা খেলে মৃত্যুু দোয়ারে কড়া নেড়ে, তোমার তরী ভীড়বে তীরে, লক্ষ আশার নীড়ে। (ছন্দ নাবিক কবিতাংশ) পরিশেষে, পরম শ্রদ্ধেয় শিক্ষক সমাজকে অন্তরের অন্তঃস্থল থেকে অপরিসীম শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের সুযোগ্য উত্তরসূরীদের জন্য রয়লো সংগ্রামী শুভেচ্ছা। পরোপকারী, হিতাকাঙ্ক্ষী যুব শ্রেণীর জন্য শুভ কামনা জানিয়ে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফেজ। আপনাদের আরিফুল ইসলাম ভূঁইয়া সিনিয়র এক্সিকিউটিভ -সিডিআইএম, সি.এস, সেলস। নগদ লিমিটেড। এবং সদস্য, কলেজ বাস্তবায়ন কমিটি।

ভাদুঘর আইডিয়াল কলেজ

ভাদুঘর আইডিয়াল কলেজ
ফেসবুক গ্রুপ আইডি: ভাদুঘর আইডিয়াল কলেজ

আইরে আই সাদের ব্রাহ্মনবাড়িয়াই।brammonbaria soongs

আইরে আই সাদের ব্রাহ্মনবাড়িয়াই।brammonbaria soongs
আইরে আই সাদের ব্রাহ্মনবাড়িয়াই।brammonbaria soongs

তিতাস নদী, ব্রাহ্মণবাড়িয়া || TITAS RIVER || BRAHMANBARIA

তিতাস নদী, ব্রাহ্মণবাড়িয়া || TITAS RIVER || BRAHMANBARIA
তিতাস নদী, ব্রাহ্মণবাড়িয়া || TITAS RIVER || BRAHMANBARIA

Ityadi - ইত্যাদি | Hanif Sanket | Brahmanbaria episode 2018

Ityadi - ইত্যাদি | Hanif Sanket | Brahmanbaria episode 2018
Ityadi - ইত্যাদি | Hanif Sanket | Brahmanbaria episode 2018

ভাদুঘর আইডিয়াল কলেজ

ভাদুঘর আইডিয়াল কলেজ
ফেসবুক গ্রুপ: ভাদুঘর আইডিয়াল কলেজ